প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে শমশেরনগর হাসপাতাল কর্তৃক আয়োজিত বন্যাদূর্গতদের স্বাস্থ্য সেবায় দরিদ্র অসহায় রোগীদের জন্য কমলগঞ্জ দাখিল মাদ্রাসায়  এক ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষধ বিতরণের আয়োজন করা হয়।

আজ শনিবার ৭ই সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকা হইতে  বিকাল ৩ ঘটিকা পর্যন্ত ৬০০ শত নারী পুরুষ ও শিশুদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী এ, কে, এম জিল্লুল হক, সৈয়দ মাসুম, ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলী, সৈয়দা সানজিদা বেগম, মঈনুল ইসলাম খাঁন, ডাঃ কামাল আহমেদ, মোস্তাক আহমেদ, শেখ এম শাহিন শাহেদ ও মোঃ আতিকুর রহমানের আর্থিক সহযোগিতায় বালিগাঁও, বাল্লারপার, উজিরপুর, লংগুরপার ও পৌর এলাকার ৬ ও ৭ নং ওয়ার্ডের রোগীদের এই চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

কমলগঞ্জ দাখিল মাদ্রাসার ব্যস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রখ্যাত কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, বাস্তবায়ন কমিটির সদস্য মুওাকিন আহমদ, আব্দুস শহিদ, মুজিবুর রহমান মুকুল, সৈয়দ ইব্রাহিম আহমদ, মো. কাওছার শোকরানা, দুরুদ আহমদ মাষ্টার, হাসিন আফরোজ চৌধুরী, ধলাইর ডাক পত্রিকার সম্পাদক ও ব্যবসায়ী মোঃ আনহার আলী, মাসুক আহমদ, সৈয়দ আমিরুল ইসলাম কয়সর,আবু তালেব, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল, এড.কামরুল ইসলাম, সমাজসেবক রাসেল হাসান বক্ত প্রমুখ।

এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশিষ্ট জিন বিজ্ঞানী ড.আবেদ চৌধুরীসহ গণ্যমান্য রাজনৈতিক  ব্যক্তিবর্গ।