৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার অনিয়ম: হাসিনা–রেহানা–জয়ের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দৈনিক মৌলভীবাজার দৈনিক মৌলভীবাজার প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪ ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়া ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব দুর্নীতির বিষয়ে শেখ হাসিনাসহ চারজনের সম্পৃক্ততা খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্তরা হলেন—আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিকী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা)সহ ৯ প্রকল্পে এই দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে দুদক সূত্রটি। SHARES জাতীয় বিষয়: