তৃতীয় ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইমতিয়াজ আহমেদ বুলবুল আজ দুপুর ১ ঘটিকার সময় হিড বাংলাদেশে অবস্থিত মিলনায়তন হলে কমলগঞ্জে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন,
কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে অনিষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমতিয়াজ আহমেদ বুলবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রকাশক জনাব জুয়েল আহমেদ মেয়র কমলগঞ্জ পৌরসভা, এডভোকেট সানোয়ার হোসেন, সমকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রন্জু,
জনাব ইমতিয়াজ আহমেদ বুলবুল তাঁর বক্তব্যে বলেন যে আমার বড় ভাই দীর্ঘ তিন যুগের কাছাকাছি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মাটি ও মানুষের দল-মত নির্বিশেষে সেবা করে আসছেন, তারই ধারাবাহিকতায় আমি আমার যোগ্যতা আদর্শ নৈতিকতা সম্প্রীতি এবং নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে সকলের মন জয় করবো, আগামী ২৯ মে আমার প্রতি আপনাদের ভালোবাসা স্নেহ এবং আপনাদের ভোটাধিকারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব ইনশাআল্লাহ।
এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বর্ণনা করেন, এবং তাঁর মোটরসাইকেল মার্কায় তাকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।