শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষানবিশ আইনজীবীকে ‘হত্যা’

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে নিজাম উদ্দিন রাকিব (৩০) নামে এক শিক্ষানবিশ আইনজীবী হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হন নিহতের বড় ভাই হেলাল উদ্দিন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তৈলিআব্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইনজীবী ওই গ্রামের আলহাজ আজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রতিপক্ষ আব্দুস সোবহান, খলিলুর রহমান করিম মিয়া এবং শুকুর মিয়াদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এমনকি জমি নিয়ে আদালতে মামলা চলছে। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে নিহত আইনজীবী নিজাম উদ্দিন রাকিব ও তার বড় ভাই হেলাল উদ্দিন চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান আইনজীবী রাকিব। গুরুতর আহত হন হেলাল। তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. বিনয় ভূষণ রায় বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। ঘটনাস্থলের আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন আছে। হত্যায় জড়িত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।’