শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে ৩ তরুণ-তরুণী আটক

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অপরাধে তিন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমানের নেতৃত্বে পৌরসভার ১নং ওয়ার্ডের ১০নং ভানুগাছ রোডস্থ (বিজিবি সেক্টর) সংলগ্ন মুন ড্রিমস আবাসিক হোটেলে এক অভিযান পরিচালনা করা হয়।

এসময় হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে হোটেল ম্যানেজার আব্দুল্লাহ (২৭), সঞ্চিতা পোদ্দার (২৪) ও ইভা জাহান (২২) নামের তিনজনকে আটক করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় বলেন, অভিযান পরিচালনার সময় প্রথমে আমরা হোটেলে মোট ৮ জন তরুণ-তরুণীকে দেখতে পাই। এর মধ্যে ৪ জন ছেলে এবং ৫ জন নারী ছিলেন। তাদের সঙ্গে আলাপকালে জানা যায়, তাদের ৪ জনের মধ্যে প্রেমের সম্পর্ক। আর অপর একজন বর্ডার। পরে তাদের অভিভাবকদের খবর দিয়ে থানায় ডেকে এনে শাসিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপর ৩ জনের মধ্যে একজন হোটেল ম্যানেজার এবং আরও দুজন তরুণী জিজ্ঞাসাবাদে যথার্থ উত্তর দিতে পারেনি। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ম্যানেজারসহ দুই তরুণীকে অসামাজিক কার্যকলাপের অপরাধের মামলা রুজু করে দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আটকদের পরিচয় জানতে চাইলে ওসি (অপারেশন) তাপস চন্দ্র রায় বলেন, আটক দুই নারী আমাদের কাছে তাদের ঠিকানা ঢাকা ও গাজীপুর বললেও আদালতে গিয়ে অন্য ঠিকানা বলেছে। মূলত তারা আমাদের কাছে সঠিক ঠিকানা বলেননি।

জানতে চাইলে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, মুন ড্রিমস আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে- এমন অভিযোগ পেয়ে হোটেলে অভিযান হোটেলে অভিযান চালানো হয়েছে। এসময় অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে আসামিদের কোর্টে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ মে শ্রীমঙ্গল মুনস ড্রিম রেস্ট হাউজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে সুযোগ দেওয়ার অপরাধে রেস্ট হাউসের ম্যানেজার ও পরিচালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।