শীর্ষ ১২ অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে দৈনিক মৌলভীবাজার দৈনিক মৌলভীবাজার প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫ দেশের অর্থ বিদেশে পাচারে র্শীর্ষ ১২ অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। এছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলেও দাবি করেন প্রেস সচিব। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা জানান। শফিকুল আলম বলেন, ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মিটিংয়ে প্রফেসর ইউনূস বলেছেন যারা যারা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের খুব দ্রুত আইনের আহত আনতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, তারা যেন আইনের আওতার বাইরে না থাকে। যে কোনোভাবে হোক তাদের আইনের আওতায় আনতে হবে। SHARES জাতীয় বিষয়: