গাঁজাসহ ২ মাদক ব্যবসাহী গ্রেফতার

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কমলগন্জ থানা পুলিশ,

শনিবার (২৯জুন) সাড়ে ৯টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান (পুরান বাজার) ও গুলের হাওর (টিলাগাঁও) এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্বার করা হয়।

আটকৃতরা হলেন- উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান বাজার এলাকার শাহাদাত আলীর ছেলে শাহেদ আহমদ (২০) ও গুলের হাওর (টিলাগাঁও) গ্রামের সালামত মিয়ার ছেলে কালাম মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এস,আই হারুন ও মহাদেব সঙ্গীয় ফোর্সসহ ইসলামপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃকতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।