কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মার্কা নির্ধারণ দৈনিক মৌলভীবাজার দৈনিক মৌলভীবাজার প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে আজ সোমবার (১৩ মে)। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তারা অফিস চলাকালীন প্রতীক বরাদ্দ করেছেন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২৯শে মে, তৃতীয় ধাপ নির্বাচন। আজ ১৩ই মে প্রার্থীদের মার্কা নির্ধারণ সম্পন্ন হয়, এতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান আনারস মার্কা, উপজেলা দুর্নীতি দমন পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব ইমতিয়াজ আহমেদ বুলবুল পেয়েছেন মোটরসাইকেল মার্কা, একমাত্র মহিলা পদপ্রার্থী গীতা রানী কানু পেয়েছেন ঘোড়া মার্কা, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ আলমগীর চৌধুরী – চশমামার্কা, মোহাম্মদ সিদ্দিক আলী তালামার্কা, মোঃ আব্দুল ওয়াহাব ভাল্বমার্কা, নিরঞ্জন দেব মাইক মার্কা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম পদ্মফুল মার্কা, এবং মুন্না দেবরায় পেয়েছেন ফুটবল মার্কা। এদিকে মার্কা পাবার পর থেকেই চেয়ারম্যান প্রার্থীদের এবং অন্যান্য প্রার্থীদের প্রচারনার কাজ শুরু হয়েছে। SHARES জাতীয় বিষয়: