কমলগঞ্জ উপজেলা নির্বাচনে তিন পদে মনোনয়ন পত্র জমা দিলেন ১১ জন প্রার্থী

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য  তৃতীয় ধাপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ০২/০৫/২০২৪ইং তারিখ উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ (এগারো) জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী পদে ৪জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী  নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  জনাব ইমতিয়াজ আহমেদ বুলবুল, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু, ও প্রবাসী চমন উদ্দিন।

পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সিদ্দিক আলী, হাফিজ মাওলানা জনাব এম এ ওয়াহাব, মোহাম্মদ আলমগীর চৌধুরী, সুনীল কুমার মৃধা ও নিরঞ্জন দেব,

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন প্রার্থী, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী বিলকিস বেগম ও উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্নাদেব রায়,