কমলগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন দৈনিক মৌলভীবাজার দৈনিক মৌলভীবাজার প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫ মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। রোববার (৩০মার্চ) দুপুরে উপজেলার ভানুগাছ চৌমুহনী জামে মসজিদে ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়। এসময় কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট, মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবক গন। অনুষ্ঠানে সমাজসেবক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মো. আনহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, হাবিবুর রহমান, সেলিম হোসেন, জুয়েল তালুকদার ও মুসাব্বির আলী ও সাংবাদিক পারভেজ আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, দারুল কিরাত কোর্স কুরআন শরীফ সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াত শেখার এক অন্যতম প্রতিষ্ঠান।এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে আমাদের বাচ্চাদের কুরআন তেলাওয়াত সুন্দর হচ্ছে। ভবিষ্যতে এই কোর্সে আপনাদের সকলের সন্তানদের পাঠানোর অনুরোধ করা হয়। বক্তারা দারুল কিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক ও কমিউনিটির সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। SHARES ধর্ম ও জীবন বিষয়: