এবার বেসরকারি নিরাপত্তাকর্মীরা পাচ্ছেন গ্রেপ্তারের ক্ষমতা দৈনিক মৌলভীবাজার দৈনিক মৌলভীবাজার প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫ নগরবাসীকে নিরাপত্তা দিতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকার শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞদের পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি সোনা ও এক লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল তিনটি মোটরসাইকেলে সাত জন এসে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোনা ও টাকা লুট করে নিয়ে যায়। এই সাত জনের ছয় জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। আজ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, গ্রেপ্তাররা ২০১৭ সাল থেকে বিভিন্ন সময়ে ডাকাতির সাথে যুক্ত ছিলেন। রাজধানীর বিভিন্নস্থানে মব জাস্টিসের নামে লুটপাট ভাংচুরের বিষয়ে ডিএমপি কমিশনার জানান, যেকোনো জায়গায় অভিযান পরিচালনা করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। অন্য কেউ অভিযানের নামে মব জাস্টিস করে আইন নিজের হাতে তুলে নেয় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নগরবাসীকে নিরাপত্তা দিতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। সাজ্জাত আলী বলেন, ঢাকার বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞ লোকজনকে গ্রেপ্তারের ক্ষমতাসহ পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। একইসাথে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীবাসীকে এগিয়ে আসার আহবান জানান ঢাকা মহানগর পুলিশ প্রধান। SHARES অপরাধ বিষয়: