এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, নিন্দার কাটা যদি নাবিদিল গায়, এই সমস্ত বিখ্যাত কালজয়ী গানের স্রষ্টা কবি সাহিত্যিক সংগীতশিল্পী অধ্যাপক জনাব আবু জাফর আর নেই।
আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। চুয়াডাঙ্গা কলেজে তিনি বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।
বার্ধক্য জনিত কারণে শারীরিকভাবে তিনি নানা জটিলতায় ভুগছিলেন। জনাব আবু জাফর রাজশাহী ও ঢাকা টিভি কেন্দ্র ও বেতারের নিয়মিত গিতীকার ও সংগীতশিল্পী ছিলেন। তার রচিত দেশাত্মবোধক গান ও আধুনিক গান দেশ বিদেশে তুমুল আলোড়ন তুলেছিল।