আলোচিত নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার দৈনিক মৌলভীবাজার দৈনিক মৌলভীবাজার প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অর্থ পাচার মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। আজ সোমবার (৩ মার্চ) দুপুরে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান আজকের পত্রিকাকে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই আজ সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান চালায় সিআইডি। অনুসন্ধানে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের প্রমাণ পায়। এরপরই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। দুদকের অভিযানে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে বিদেশ থেকে সরকারের নিষেধাজ্ঞা থাকা ব্রাহমা জাতের গরু এনে দেশে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ব্রাহমাসহ প্রাণী প্রজননের নিষিদ্ধ ওষুধ আমদানি করারও প্রমাণ পায় দুদক। প্রতারণার মাধ্যমে দেশীয় গরু-ছাগলকে বিদেশি ও বংশীয় গরু-ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করে সাদিক অ্যাগ্রো। SHARES অপরাধ বিষয়: